যশোর আজ সোমবার , ১০ মার্চ ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডেলিভারি চার্জ গ্রহণের নামে ইউনিক ফ্যাশানের অনলাইন প্রতারণা

প্রতিবেদক
Jashore Post
মার্চ ১০, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
ডেলিভারি চার্জ গ্রহণের নামে ইউনিক ফ্যাশানের অনলাইন প্রতারণা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: অনলাইন প্লাটফর্মে গার্মেন্টসের তৈরী পোষাক বিক্রয়ের চটকদার বিজ্ঞাপন ছেড়ে ও তা পৌঁছাতে ডেলিভারি চার্জ অগ্রিম গ্রহণ করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। অগ্রীম ডেলিভারি চার্জ বিকাশে পাঠিয়ে ইউনিক ফ্যাশানের পেজের ওয়েবসাইটে টির্শাট অর্ডার করে না পেয়ে ওল্টো অশোভন আলাপের স্বীকার হয়েছেন পাবনা জেলার আতাইকুলার তোহা( ২৮ )।

ভূক্তভোগী প্রতারণার ঘটনায় জানান,গত ৬মার্চ সকাল ১০টায় তিনি ইউনিক ফ্যাশানের পেজে ঢুকে ঈদ স্পেশাল অফারে ( ৩পিচ শার্ট কিনলেই ১টি ফ্রি ) ১ হাজার টাকা মূল্যের প্রডাক্ট অর্ডার করেন। পেজটিতে দেওয়া শর্ত মোতাবেক তাদের দেওয়া বিকাশ নাম্বারে ০১৭০৯৪০৬৩৯৩ নাম্বারে ১৩০টাকা অগ্রীম ডেলিবারি চার্জ পাঠিয়ে পণ্য অর্ডার নিশ্চিত করেন।

পরে পেজটির নিয়ন্ত্রকের ম্যাসেজে পাঠানো অফিসিয়াল নাম্বারে ০১৯২৯৭১৭২৭৬ এ কল দিলে তারা সুন্দরবন কুরিয়ারে হোম ডেলিবারি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেন।

সোমবার ( ১০মার্চ )সকালে ০১৭৬৭৪২৬১৫৯ নাম্বার থেকে ভূক্তভোগীর নাম্বারে কল দিয়ে জানানো হয় তার প্রোডাক্ট রুপপুর আছে। ১হাজার টাকা বিকাশ পাঠিয়ে মূল্য পরিশোধ করে ওটিপি পাঠালে কুরিয়ারের বাইক রাইডাররা তার পণ্য পৌঁছে দিবে। পণ্য হাতে না পেয়ে টাকা পাঠানোর কারন জিজ্ঞাসায় ফোন দেওয়া ব্যাক্তি রেগে গিয়ে অশোভন বাক্যলাপ করলে ভূক্তভোগী প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পেজটিতে ঢুকে দেখা যায়,ঈদ উপলক্ষে বাহারী ডিজাইনের পাঞ্জাবীসহ নানা পোষাকের আকর্ষনীয় ছবি রয়েছে প্রোফাইলে যা দেখে সহজেই ক্রেতারা পণ্যের অর্ডার দিবে। তাদের অফিসের ঠিকানা চট্রগ্রাম, মুরাদপুর, বাংলাদেশ।

উল্লেখিত নাম্বারে সাংবাদিক পরিচয়ে কল দিয়ে কল রিসিভকারীকে মালিকের নাম,ঠিকানা জানতে চাইলে সে নাম মোতালেব ও অফিস নারায়নগঞ্জ ঢাকা বলে জানান। গ্রাহক হয়রানীর কারন জানতে চাইলে তিনি কল কেটে দেন।

অললাইনে প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভূক্তভোগী বলেন,অগ্রীম ডেলিভারি চার্জ গ্রহণের নামে টাকা আত্নসাত করার ঘটনাটি সামান্য টাকা মনে করে অনেকে এড়িয়ে যেই। অহেতুক ঝামেলায় জড়িয়ে সময়ক্ষেপন না করতে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিবেনা কেউ। অভিনব পন্থায় এ সুযোগটাই কাজে লাগিয়েই নিরহ মানুষের কাছ হতে প্রতারকচক্রটি লাখ লাখ টাকা হাতাচ্ছেন।

তিনি দ্রুতই প্রতারকচক্রটিকে আইনের আওতায় এনে জনসাধারনকে অর্থনৈতিক ক্ষতি হতে রক্ষা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সারাদেশ