যশোর আজ রবিবার , ২৪ জুলাই ২০২২ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি আরো ৬৫জন

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৪, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসপাতালে নতুন আরো ১৫১জন ভর্তি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ডেঙ্গু রোগে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৫ জন । দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

রোববার ( ২৪ জুলাই ) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৫৯ জনই ঢাকার বাসিন্দা। একই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রন্তদের ২৩৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে আছেন ৬৪ জন।

এর আগে শনিবার ( ২৩ জুলাই ) ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসব রোগীর অধিকাংশই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৭ জন এবং ঢাকার বাইরে ৩০৯ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত