যশোর প্রতিনিধি :: যশোরের রকিব হত্যা মামলার পলাতক আসামী ও চরমপন্থি সদস্য মোঃ সোলায়মান মোল্লা ওরফে জুয়েলকে ( ২৮ ) গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার ( ৪ ফেব্রুয়ারী ) রাজধানীর সাভার থানাধীন নিমেরটেক নামক স্থানে অভিযান পরিচালনা করে কমিউনিষ্ট পার্টির সদস্য জুয়েলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক ৫ই ফেব্রুয়ারী রাতে যশোরের অভয়নগর থানাধীন দত্তগাতি গ্রামের পলাতক আসামী জিয়ার বসতবাড়ীর গোয়ালঘর সংলগ্ন একটি কহ্মের ভিতর রাখা বালির বস্তার মধ্য হতে ১টি ( ৭.৬৫) বিদেশী পিস্তল উদ্ধার করে ডিবি পুলিশ।
যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,২০২২ইং সালের ৫মে রাতে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের জামিরাবাজার এলাকার ইটের সলিং রাস্তার উপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের গুলিতে খুন হন রকিবুল ইসলাম রকিব।
হত্যাকান্ডের ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা রুজু হয় যাহার মামলা নং-১০ ও তারিখ ১৩-৫-২০২২ইং। ঘটনাটি চাঞ্চ্যলকর হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখাকে দেন।ইতিমধ্যেই মামলার তদন্তকালীন সময়ে ডিবি পুলিশ ৬জন আসামী গ্রেফতার করলেও হত্যাকান্ডে জড়িত জুয়েল, রাজু ও সাগর পলাতক থাকে।
গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপণ কুমার সরকারের তত্বাবাধনে ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ আবু হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় ঢাকার সাভার থানা এলাকা হতে ৪ ফেব্রুয়ারী মামলার পলাতক আসামী জুয়েলকে গ্রেফতার করা হয়।
অবৈধ্য অস্ত্র উদ্ধার সংক্রান্তে এস আই শেখ আবু হাসান বাদী হয়ে অস্ত্র আইনে থানায় নিয়মিত মামলা রুজু করেন। প্রাথমিক জিঙ্গাসাবাদে সে নিষিদ্ধ চরমপন্থি সংগঠন নিউ কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানাগেছে।