যশোর আজ রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় পদক জিতলো যশোরের এশা

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ১৫, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় পদক জিতলো যশোরের এশা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোটার :: ৫ম জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় পদক জিতলো যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থী সুরাইয়া শিকদার এশা।প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে বিকেএসপি,কোয়ান্টাম,ঢাকা ক্লাব এবং কয়েকটি জেলা। এশা যশোর এম.এস.টিপি স্কুলের শিক্ষার্থী এবং খেলার জগতে এশার এইটি প্রথম পদক।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের উদ্যোগে গত ১৩ ও ১৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে যশোর জেলার হয়ে তাম্রপদক জয়লাভ করে সুরাইয়া শিকদার এশা।

পদকপ্রাপ্ত এশা জানায়,আমি খেলার আগে আমার প্রতিদ্বন্দি খেলোয়াড়কে শক্তিশালী ভেবে সকল সিনিয়রের পরামর্শ গ্রহণ করি এবং সকাল থেকে তারা আমাকে অনুশীলন করান ও উৎসাহ যোগান।

এশা বলেন আমি চাই আমার জেলা যশোরে নিয়মিত জিমন্যাস্টিকস্ অনুশীলনের ব্যবস্থা করা হোক। সময় স্থান এবং সুযোগ পেলে আমিও ভালো করতে পারবো এবং আরও ভালো মানের জিমন্যাস্ট তৈরি হবে এই যশোরে।

কোচ মিনহাজুল জানান-সুরাইয়া চেষ্টা করেছে এবং ভালো করেছে। আমি চেষ্টা করেছি আমার স্থান থেকে সর্বোচ্চ করার। ভবিষ্যতে সুযোগ পেলে সুরাইয়া আরও ভালো করবে আমি আশা করি।

সর্বশেষ - সারাদেশ