যশোর আজ শনিবার , ২৯ জুলাই ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জিপিএ ৫ পেয়েছে দিনাজপুরের কৃষ্ণা ও আর্নিকা

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৯, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
জিপিএ ৫ পেয়েছে দিনাজপুরের কৃষ্ণা ও আর্নিকা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: লেখাপড়ায় এখন গ্রামগঞ্জেও পিছিয়ে নেই মেয়েরা।দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস কোচিং এ অধ্যায়নরত কৃষ্ণা ও আর্নিকা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।

গ্রাম‍্য পরিবেশে বেড়ে উঠা কৃষ্ণা এবং বাবা হারা আর্নিকা পরিবার থেকে পড়াশুনার প্রতি তেমন কোন সাড়া না পেলেও শুধু মাত্র নিজেদের ইচ্ছাশক্তি,আগ্রহ এবং দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এর পরিচালক শামীম সরকার সবুজের অনুপ্রেরনা আর ঐকান্তিক প্রচেষ্টায় জিপিএ ৫পেয়ে অত‍্যন্ত খুশি শিক্ষার্থী কৃষ্ণা ও আর্নিকা।

নিজেদের ভালো ফলাফলের অনুভুতি জিজ্ঞেস করলে যশোর পোস্ট প্রতিনিধিকে তাদের অনুভুতি এভাবেই ব‍্যক্ত করেন যে পরিবারের যতই অভাব আর অনটন থাকুন না কেন নিজের যদি ইচ্ছা আর পরিশ্রম থাকে তাহলে অনেক অসাধ‍্যকেই সাধ‍্য করা যায়।

কৃষ্ণা ও আর্নিকার এসএসসি’র ফলাফল দেখে অনেক খুশি তাদের এলাকার বাসিন্দিদের।নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ ও দশের কল‍্যানে নিজেদের প্রতিষ্ঠিত করাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ‍্য বলে অভিমত ব‍্যক্ত করেন কৃষ্ণা ও আর্নিকা।

উল্লেখ‍্য দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের জনতা মোড়ে শামীম সরকার সবুজের পরিচালনায় গড়ে উঠা দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এ গ্রামের ২৩জন শিক্ষার্থীর মধ‍্যে ২৩জনই ভালো গ্রেডিং পয়েন্ট নিয়ে এসএসসি পাশ করেছে।

গ্রামগঞ্জে এখনও মেয়েদের শিক্ষার প্রতি অনেক পরিবারের খুব একটা আগ্রহ না থাকাতে উক্ত এলাকায় গড়ে উঠা কোচিং সেন্টারটির পরিচালক ভাল ফলাফল নিয়ে পাশকৃত ছাত্র ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন।একই সময় সাথে অভিভাবক শিক্ষক এবং এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গকে ডেকে ছেলেমেয়েদের কাঙ্খিত ফলাফলের মার্কসিট হাতে তুলে দেন।

এ সময় দক্ষিন দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আনিছুর রহমান বরকতুল্লা,ঠাকুরাইন হাট উচ্চ বিদ‍্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাইফুর রহমানসহ এলাকার গণ্যমাণ্য অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ