সর্বশেষ খবরঃ

জামালপুর জেলায় টিআরসি পদে নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

জামালপুর জেলায় টিআরসি পদে নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
জামালপুর জেলায় টিআরসি পদে নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

মোঃ আহসান হাবীব সুমন :: সেবার ব্রতে চাকরি এই স্লোগানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল( টিআরসি )পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সকাল ৮.০০টা হতে জামালপুর পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।

১ম দিনের কার্যক্রমে শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,পুলিশ সুপার, জামালপুর মহোদয় এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ),নেত্রকোনা; জনাব মাহফুজা খাতুন( ডিএসবি ), ময়মনসিংহ; মহোদয়গণ।

পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিসহ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই তোমাদের নিয়োগ হবে। এই চাকরি পাওয়া বা না পাওয়া সম্পূর্ণ তোমাদের নিজস্ব যোগ্যতার উপর নির্ভর করবে। তাই কোনো প্রকার প্রতারণার শিকার হবে না এবং কোনো দালালের খপ্পরে পড়বে না। দালালের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও জানান, গত দুইবারের নিয়োগ শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অর্থাৎ দালালের কাছে গিয়ে নিজের ও মা–বাবার ক্ষতি করবে না। তুমি যোগ্য হলে অবশ্যই চাকরি পাবে, ভালো করলে চাকরি তোমারই হবে।

আগামীকালের ইভেন্টের জন্য সকল প্রার্থীকে মানসিকভাবে প্রস্তুত হয়ে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান পুলিশ সুপার মহোদয়।

আগামীকাল ( ১১ আগস্ট ২০২৫ খ্রিঃ ) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test ( PET )- এ অংশগ্রহণ করবেন। নির্বাচিত যোগ্য প্রার্থীরা আগামীকাল সকাল ৭.০০ টার মধ্যে ( কেডস )সাথে নিয়ে আসবেন,ইনডেমনিটি ফরম বা ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে সিগনেচার নিয়ে আসতে হবে, কেউ মোবাইল ফোন সাথে নিয়ে আসবেন না এবং যথাসময়ে পুলিশ লাইন্স জামালপুরে উপস্থিত হয়ে ২য় দিনের ইভেন্টে অংশগ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উক্ত পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি;নিয়োগ বোর্ডের সদস্যগণ,বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

জামালপুর জেলায় টিআরসি পদে নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
জামালপুর জেলায় টিআরসি পদে নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন
জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী
জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
পবিপ্রবির দু‘কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ
পবিপ্রবির দু‘কর্মকর্তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ
রাস্তা পাকাকরণের দাবিতে দুমকিতে মানববন্ধন
রাস্তা পাকাকরণের দাবিতে দুমকিতে মানববন্ধন
সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি