
স্টাফ রিপোর্টার :: জামালপুর পৌরসভার অন্তর্গত ১১নং ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা চাঁদাবাজ,ভৃমিদস্যু,মামলা বাণিজ্যিকারী, সন্ত্রাসী ফারজানা আক্তার সবুজার প্রধান ব্যবসা হচ্ছে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া ও অন্যর জমি দখল করা। তার এই অত্যাচার হতে পরিত্রান পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।
সে বিভিন্ন মানুষেকে মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করে, টাকা না দিলে তার নামে মিথ্যা মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করে পরে তার সাথে মোটা অংকের টাকা নিয়ে মামলা প্রত্যাহার করে বলে অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভোগীর দেওয়া তথ্য সুত্রে জানা যায়,তার পরিবারের দ্বিতীয় ছেলে মিলন মিয়ার কাছে বেশ কিছুদিন যাবৎ (একটি স্ট্যাম্পে জাল স্বাক্ষর করে )০৮থেকে০৯ লক্ষ টাকা দাবী করছে। জাল দলিল বাবদ টাকা দাবী করলে মিলন তা অস্বীকার করায় তার নামে জামালপুর সদর থানায় মিথ্যা মামলা দায়ের করেন সবুজা।
মামলাটি তদন্ত ছাড়াই এফআইআর( FIR) করে ভুক্তভোগী কে জেল হাজতে প্রেরন করে। ভুক্তভোগীর পরিবার আরো জানান একই মামলায় সে তার সৎ ভাই ফরিদকে দুই নম্বর আসামী করে। অপরদিকে ১নং আসামি মিলনের জমি দখল করে কিছু গুন্ডাবাহিনী দিয়ে মিলনের পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে। অভিযোগ বিষয়ে অভিযুক্ত ফারজানা আক্তার সবুজার সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় তার বক্তব্য জানা যাইনী।
বিগত সময়ে ভুক্তভোগীদের পরিবার জামালপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। জামালপুর ফৌজদারি মোড় এলাকায় সবুজার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ও জামালপুর পুলিশ সুপার বরাবর স্মারকলিপিও জমা দেন। ভুক্তভোগী পরিবারের আবেদন,প্রশাসন ঘটনার সঠিক তদন্ত পূর্বক সন্ত্রাসী সবুজাকে আইনের আওতায় আনুক।