মোঃ আহসান হাবীব সুমন ( জামালপুর ) জেলা প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ” শীর্ষক দুই দিনব্যাপী( ৮-৯ অক্টোবর ২০২৫) প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন বুধবার জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাছিনা বেগম,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা,পুলিশ সুপার, জামালপুর; জনাব ডাঃ মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর; জনাব আফসানা তাসলিম,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ),জামালপুর; এবং জনাব মোঃ আলী আহসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জামালপুর।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কালাম, অতিরিক্ত পরিচালক ( উপসচিব ),আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান,পরিচালক,আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে প্রমিত ও শুদ্ধ বাংলা ভাষার চর্চা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা শেখার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে, কারণ সুস্থ ও সচেতন শিশুই ভবিষ্যতে শুদ্ধ ভাষা ব্যবহারের অনুকরণীয় উদাহরণ স্থাপন করতে পারে।