সর্বশেষ খবরঃ

জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন
জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

মোঃ আহসান হাবীব সুমন( জামালপুর ) জেলা প্রতিনিধি :: জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক তুলে ধরে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ নভেম্বর )সকাল থেকে দুপুর পর্যন্ত মেষ্টা ইউনিয়নের দেউলিয়া বাড়ি নিজামদ্দিন এর বাড়িতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। আয়োজকেরা আলোচনাসভা, প্রশ্নোত্তর পর্বসহ নানা কার্যক্রমের মাধ্যমে মানুষকে সুষম খাদ্য নির্বাচনে উৎসাহিত করেন।

বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে এবং শিশু-কিশোরদের পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ায়। তাই পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বিলকিস আক্তার, সরকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহ জামাল চৌধুরী, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, মানবাধিকার কর্মী সোহানুর রহমান সুমন।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের কমিউনিকেশন এন্ড এডভোকেসী স্পেশালিষ্ট মোঃ কওনান মুরসালিন, নিউট্রিশন স্পেশালিষ্ট নাহিদা ইসলাম, জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং, জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর হুমায়ূন কবির।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)–এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন জেসমিন প্রকল্পের মাঠকর্মী ও স্থানীয় উন্নয়নকর্মীরা। ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে কার্যক্রম পরিচালনা করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় ANCP–এর অর্থায়নে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮–২০২৩) বর্ধিত অংশ।

পরিশেষে ক্যাম্পেইনে বাউল গানের মাধ্যমে সুষম খাদ্য বিষয়ক বার্তা প্রচার করেন খাজা বাবা সত্য বাউল সংঘ। এছাড়া কিশোরীদের উদ্যোগে স্টলের মাধ্যমে পুস্টিকর খাবার প্রদর্শনী করা হয়।

আরো খবর

জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন
জামালপুরে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার
খাগড়াছড়িতে আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিস চালু
খাগড়াছড়িতে আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিস চালু
পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার
পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ০৮টি গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ০৮টি গরু জব্দ
কমনওয়েলথ মহাসচিব আজ ঢাকায় আসছেন
কমনওয়েলথ মহাসচিব আজ ঢাকায় আসছেন
গ্রুপ থিয়েটার উৎসবে নাটক "ফায়ার " মঞ্চস্থ
গ্রুপ থিয়েটার উৎসবে নাটক “ফায়ার ” মঞ্চস্থ
মাওলানা আবদুর রহমান
সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াতঃমাওলানা আবদুর রহমান