মোঃ আহসান হাবীব সুমন :: জেলা কমান্ডেন্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জামালপুরের আয়োজনে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ ( ২য় ধাপ ) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।জামালপুর সদর পৌরসভার ১ নং ওয়াড পাথালিয়া আনসার ও ভিডিপি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতা হস্তান্তরের একমাত্র মাধ্যম নির্বাচন। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশা করা যায়।”
তিনি দৃঢ়ভাবে জানান, “শতভাগ নিরপেক্ষতা, সততা ও প্রভাবমুক্ত থেকে আমরা দায়িত্ব পালন করব। দেশবাসী নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে আছে।”
তিনি আরও বলেন,নির্বাচনে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী ও কোস্টগার্ড কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে। পাশাপাশি তিনি আনসার বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,মানুষের সহযোগিতা ও সেবাই আনসার বাহিনীর মূল লক্ষ্য।
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আনসার বাহিনীকে দায়িত্বশীল, সহনশীল ও নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবেই আনসার বাহিনীকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলা কমান্ডেন্ট জনাব মীর বহর শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।