যশোর আজ মঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জাপানের উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৯, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
জাপানের উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এবার জাপানের উপকূলে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো দেশটি। দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমান-বিরোধী অস্ত্র বলে দাবি করেছে পিয়ংইয়ং। এর মধ্যে কিছু পরীক্ষা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়া বিশেষ করে জাতিসংঘ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে নিষেধ করেছে।

উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন গোয়েন্দা প্রধানরা সিউলে এখন বৈঠক করেছেন বলে জানা গেছে। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো কিমের দেশ।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার পূর্বে সিনপো বন্দর থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এটি পূর্ব সাগরে অবতরণ করে, যা জাপানের সাগর নামেও পরিচিত।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

সূত্র -বিবিসি।

সর্বশেষ - লাইফস্টাইল