যশোর আজ শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৯, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: শ্যামনগর পৌরসভার আওতাধীন কাঁচড়াহাটী নন্দীগ্রামে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৭ আগস্ট ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কাঁচড়াহাটী নন্দীগ্রামের মৃত নেদু মাঝির পুত্র সামছুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, কাঁচড়াহাটী নন্দীগ্রামের জে. এল ২২ নং কাঁচড়াহাটীনন্দী গ্রাম মৌজায় আগত ১/১ নং খতিয়ানে নামজারী ৭৩৭ নং খতিয়ানে ৬৮৭ নং দাগে বিলান ০.৩৭ একর জমি নামজারী ৫১৯৪/২০২৩-২৪ নং কেস মূলে স্ব-নামে রেকর্ড প্রাপ্ত হয়ে সরকারি রাজস্ব করাদি পরিশোধ করে বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন।

এ সম্পত্তি তার প্রতিপক্ষ মোঃ আব্দুল্যাহ আল মামুন জবর দখলের চেষ্টা করিলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,সাতক্ষীরা বরাবর ফৌঃকাঃবিঃ ১৪৫ ধারা মোতাবেক পিটিশন- ১০২৩/২৩ ( শ্যাম:) মামলা রুজু করেন।

এ মামলা চলমান বিচারাধীন থাকাঅবস্থায় বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জমির ৩২২ দাগের ০.১৮০ শতক তার দখল বজায় এবং অবশিষ্ট জমিতে মোঃ আব্দুল্যাহ আল মামুন স্থিতিবস্থা করে সেখানে তাদের দখল বজায় থাকবে। কেউ কারো জমিতে প্রবেশ করতে পারবেন না, সিভিল রিভিশন ৫৪৮১/২৩ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওসি ব্যবস্থা নিবেন মর্মে মামলা নথি জাত করেন।

কিন্তু মোঃ আব্দুল্যাহ আল মামুন ( ৩৫) বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে তার ভিটা বাড়ী সম্পত্তি থেকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ০৬/০৮/২০২৪ তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় মোঃ আব্দুল্যাহ আল মামুন (৩৫) এর নেতৃত্বে ২০/৩০ জন একত্রিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে বসত ঘরের গ্রীলের তালা ভেঙ্গে তার বাড়ীতে থাকা স্ত্রী মনজুয়া বেগমকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে মারাত্মক জখম করে।

তার স্ত্রী তাদের ভয়ে ভীত সন্ত্রস্থ হয়ে আত্মরক্ষার জন্য বাড়ী থেকে পালিয়ে গেলে বাড়ীতে কেউ না থাকার সুবাদে মোঃ আব্দুল্যাহ আল মামুন ( ৩৫) লোকজন আমার বসত ঘরের ফ্রিজ, টিভি, চেয়ার, খাট, টেবিল, গ্যাসের চুলা, তোষক, বালিশ, মশারী, আলমারী ইত্যাদি সাংসারিক জিনিষপত্র ও আসবাবপত্র ভাংচুর করে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ