জাহিদ হাসান:: ভারতীয় সীমান্তের কাটাতারের ৫০০ গজ দুরে রঘুনাথপুর বিওপিধীন বাংলাদেশে জমিতে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যাক্তির ( ৩৬) লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
স্থানীয়রা জানায়,বেনাপোল পোর্টধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়।পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের পরিচয় সনাক্ত করতে গিয়ে প্রাথমিকভাবে দেখা যায় লাশটি সনাতন ধর্মাবলম্বী। লাশটির দুই পা একটি গামছা দিয়ে বাঁধা। লাশটির গায়ে আঘাতের কালশিরা চিহ্ন দেখা যায়। ধারণা করা হচ্ছে লাশটি ভারত সীমান্তে দিক হতে টেনে আনা হয়েছে।
এবিষয়ে নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান,রঘুনাথপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায়পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হবে ও সাথে সাথে লাশের পরিচয় সনাক্তের চেষ্ঠা চালাচ্ছে পুলিশ। লাশের হাতের ফিঙ্গার প্রিন্ট যাচায়ে লাশটি কোন দেশের নাগরিকের তা জানা যাবে বলে আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost