যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা উপজেলার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের দারুল উলুম হামিউস সুন্নাহ নওদাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর ) বিকাল ৩:৩০ মিনিট থেকে রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান” এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে এসময় তারা ৭০+ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বক্তিয়ার হোসেন মোঃ রাকিব হাসান,মোঃ আছির উদ্দিন,মোঃ রাকিবুল হাসান
খালিদ হাসান,মোঃ শামিম রেজা,মোঃ লিমন হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম।
আরো উপস্থিত ছিলেন মায়ের দোয়া ক্লিনিক এর ল্যাব ইনচার্জ মোঃ রাতুল হোসেন মাদ্রাসার শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়”এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ ও মানব কল্যাণে সব সময় কাজ করে চলেছে এবং অদূর ভবিষ্যতেও এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।