মাহমুদুল হাসান :: আর্থিক লেনদেন ও চুক্তি পরিপন্থি কাজের অভিযোগ তুলে বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরের নিরাপত্তায় কর্মরত পিমা কোম্পানির সদস্যরা বিক্ষোভ প্রদর্শনসহ বন্দর কর্তৃপক্ষের নিকট অভিযোগ পত্র জমা দিয়েছেন।
অনিয়ম ও চাকুরিচ্যুতির হুমকির প্রতিকার চেয়ে মঙ্গলবার ( ১৫জুলাই )সকালে বেনাপোল বন্দর এলাকায় অবস্থিত ডিটিএম বিল্ডিং এর সামনে পিমা সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন।এরপর তারা দলবদ্ধ ভাবে বেনাপোল স্থলবন্দরের পরিচালক ( ট্রাফিক )বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মোঃ শামীম হোসেন, উপসচিব বেনাপোল স্থলবন্দরের পরিচালক ( ট্রাফিক )মুঠো ফোনে জানান,বিষয়টি উর্দ্ধতণদের অবগত করাসহ বন্দরের নিরাপত্তায় নিয়োজিত পিমা সদস্যদের বক্তব্য সম্বলিত পত্রটি বিবেচনার জন্য প্রেরণ করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া পিমা সদস্য লিটন ও নাহিদ জানান, আমরা দীর্ঘ বৎসর ধরে স্বল্প বেতনে পিমা কোম্পানীর হয়ে বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তায় কর্মরত রয়েছি। নতুন কোম্পানী আল-আরাফাত সার্ভিস (প্রাইভেট)লিমিটেড এর প্রতিনিধি আমাদেরকে মৌখিক ভাবে জানান,বেনাপোল বন্দরে পুনরায় ডিউটি করতে হলে ফরম পূরন করে ৩০হাজার টাকা করে দিতে হবে অন্যথায় চাকরি করার সুযোগ থাকবেনা।
লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে যে,১২৯ জন সাক্ষরকারী সততা ও নিষ্ঠার সাথে বন্দরের নিরাপত্তা দিচ্ছেন। বন্দর কর্তৃপক্ষের সাথে বর্তমান ( পিমা ) কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। আসছে আগামী ১লা আগস্ট ২০২৫ ইং তারিখ হতে নতুন কোম্পানী আল আরাফাত সার্ভিস বেনাপোল স্থল বন্দরের কার্যক্রম শুরু করবে জানিয়ে কোম্পানির প্রতিনিধি শামীম শিকদার বন্দরে কর্মরত পিমা সদস্যদের বলেন প্রত্যেককে ১লা আগস্টের পূর্বে নগত ৩০ হাজার টাকা করে জমা দিতে হবে।
তা না হলে চাকরি হতে বাদ দিয়ে দিবে। যাহারা টাকা দিবে শুধুমাত্র তারাই চাকুরিতে বহাল থাকবে। সাক্ষরকারীদের পক্ষে চাহিদামত টাকা দিয়ে চাকরি করা সম্ভব না।এ বিষয়ে তাহারা বন্দর কর্তৃপক্ষের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দরে কর্মরত পিমা ইনচার্জ আলামিন হোসেন মুঠোফোনে আল আরাফাত সার্ভিসের প্রতিনিধির বন্দরে কর্মরত পিমা সদস্যদের নিকট জন প্রতি ত্রিশ হাজার টাকা চাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,শুনেছি টাকাটা অফেরত যোগ্য যা অল্পবেতনে কর্মরত নিরাপত্তাকর্মীদের জন্য কষ্টকর হবে। আমাদের কোম্পানীর চুক্তির মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হবে। নতুন কোম্পানী বন্দরের নিরাপত্তার দায়িত্ব নিবে।
অভিযোগ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আল-আরাফাত সার্ভিস ( প্রাইভেট ) লিমিটেড এর সিকিউরিটি অফিসার( অপারেশন )মোঃ শামীম শিকদারের সাথে যোগা যোগ করলে তিনি জানান এ সমস্ত প্রবাকান্ড ছড়ানো হচ্ছে। পিমা সদস্যদের কাছে টাকা চাওয়ার কোন লিখিত কাগজপত্র দেখাতে পারবেনা অভিযোগকারীরা। সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান সুনামের সহিত কাজ করছে। কোম্পানীর ভাবমূর্তি নষ্ঠ করতে কেউ কেউ ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে।
আল আরাফাত সার্ভিস কোম্পানীর প্রতিনিধির চাওয়া অবৈধ্য ও নিয়ম বর্হিভূত টাকার অঙ্ক শুনে কপালে চিন্তার ভাজ পড়েছে বেনাপোল স্থলবন্দরে কর্মরত শতাধিক নিন্মবেতনে কর্মরত নিরাপত্তাকর্মী( পিমা)সদস্যদের। কর্মবিমুখ হয়ে পড়ার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন তাদের পরিবারের সদস্যরাও।