
যশোর প্রতিনিধি :: যশোরে পোল্ট্রি মুরগী ব্যবসায়ীর নিকট চাঁদা চেয়ে না পাওয়ায় দুস্কৃতকারীদের পরিকল্পিত হামলা, অপহরণ,টাকা ছিনতায় ও মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহষ্পতিবার( ২৮ আগস্ট )বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত কোতয়ালী,যশোর এর আদালতে যশোর সদরের গাইদগাছি গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে মোঃ মতিয়ার রহমান(৫৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলো- একই গ্রামের কেসমত মেম্বারের ভাগনে মোঃ আসাদ ও সবুজ, মরহুম জলিলের ছেলে মোঃ তাহের,বানিয়ারগাতি গ্রামের মরহুম শাহাদাৎ মোল্যার ছেলে মোঃ হাসান,গাইদগাছি গ্রামের কেরামত মোল্যার মেয়ে মাসুরা।
বাদী পক্ষের বিজ্ঞ আইনজিবী এ্যাড রুহিন বালুজ যশোর পোস্ট প্রতিনিধিকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে সি আই ডি যশোরকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তদের সহিত যোগাযোগের চেষ্ঠা চালিয়েও সাক্ষাৎ না পাওয়ায় তাদের বক্তব্য জানা যাইনী। বাদীর আর্জি সূত্রে জানা যায়,আসামীরা চাঁদা গ্রহণ করিয়া থাকে ও তাদের নামে একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে।
অপরপক্ষে বাদী জাতীয় পার্টির বসুন্দিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হওয়ায় আসামীরা গত ১৫ দিন পূর্ব হইতে বাদীকে আওয়ামীলীগের দোসর ট্যাগ দিয়ে ১০,০০,০০০/-( দশ লক্ষ ) টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছে।
বাদী তাদের চাঁদা না দেওয়ায় গত বুধবার ২৭ আগস্ট বিকাল ৩.৪৫ মিনিটের দিকেে উল্লেখিত আসামীরা সহ অজ্ঞাত ১০/১৫ জন আসামী বাদীকে বসুন্দিয়া মোড়স্থ ব ওয়ান ব্যাংকের নিচে গতিরোধ করে জোরপূর্বক বাদীর কাছে থাকা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা সরুপ কাড়িয়া নেয়।
এছাড়াও “আগামী এক সপ্তাহের মধ্যে আরো ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা চাঁদা না দিলে তাকে প্রাণে খুন করার হুমকী দেই। আসামীগণ কর্তৃক ওয়ান ব্যাংকের নিচ হইতে বাদীকে জোর পূর্বক অপহরণের দৃশ্য সিসি টিভিতে রেকর্ডেড রয়েছে বলে বাদী দাবি করেছেন।
যশোর পোস্ট প্রতিনিধিকে ভুক্তভোগী মতিয়ার রহমান মুঠো ফোনে,জানান আসামীরা সকলেই বিএনপির রাজনিতীর সাথে জড়িত হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায় বিচার পাওয়ার স্বার্থে তিনি প্রশাসনসহ সেনাবাহিনীর সহযোগীতা কামনা করেছেন।