
স ম জিয়াউর রহমান :: চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগের সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম-৮ ( চান্দগাঁও–বোয়ালখালী ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহও রয়েছেন।
বুধবার( ৫ নভেম্বর ) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত নগরের অনন্যা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে স্থানীয় এলাকায় গণসংযোগকালে হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা গণসংযোগকালে লোকজনের উপর গুলি চালান।এতে তিনজন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা গুলি চালিয়েছে,তা তদন্ত করা হচ্ছে।