সর্বশেষ খবরঃ

গ্লাস্টনবারি উৎসবে পারফর্ম করবে ইন্দোনেশিয়ার নারী মেটাল ব্যান্ড

গ্লাস্টনবারি উৎসবে পারফর্ম করবে ইন্দোনেশিয়ার নারী মেটাল ব্যান্ড
ছবি সংগৃহীত

হিজাবে মোড়া হ্যাভি-মেটাল গিটার-ড্রামস বাজানো ইন্দোনেশিয়ার তিন নারীর ব্যান্ড ‘ ভয়েস অব বেসপ্রট ’। দলটি এবার বিশ্বজয়ের পথে এগিয়ে পারফর্ম করতে যাচ্ছে পৃথিবীর অন্যতম বড় সংগীত মঞ্চে।

গারুতের এই তিন তরুণী ২৮ জুন ইংল্যান্ডের গ্লাস্টনবারি উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন। যে মঞ্চে আরও পারফর্ম করবে বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে এবং শানিয়া টোয়েনের মতো মহারথীরা। এটাই তাদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় মঞ্চ,তাই বিষয়টি নিয়ে দলের তিন সদস্য উত্তেজিত ও কিছুটা নার্ভাস।

বিদি রাহমাওয়াতি (২৩), ফিরদা মারসিয়া কুর্নিয়া (২৪) ও ইইউএস সিতি আইশাহ (২৪)- এই ত্রয়ী জানিয়েছেন, ‘শুধু ভয়েস অব বেসপ্রট নয়, আমরা এই কনসার্টে নিজ দেশের প্রতিনিধিত্বও করছি।

এই ত্রয়ী মেটাল সংগীত দিয়ে শুধু গানই করেন না, বরং প্রচলিত ধ্যান-ধারণার চ্যালেঞ্জও জানান। তারা প্রমাণ করতে চায়, মুসলিম নারীরাও শক্তিশালী, সংগীতপ্রেমী হতে পারে, এমনকি হিজাব পরে মেটালও বাজাতে পারে। ইন্দোনেশিয়া, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিমপ্রধান দেশ, যেখানে ৯০% মানুষ মুসলিম, সেই দেশটিতেও এবার বিপ্লব ঘটিয়েছে নারীদের এই মেটাল ব্যান্ড।

দলের অন্যতম সদস্য ফিরদা বলেন, ‘আমরা নারীরা হিজাব পরি, আর আমাদের গান নারীর ক্ষমতায়ন নিয়ে। আমরা চাই সবাই আমাদের কাজ দিয়ে চিনুক, চেহারার জন্য নয়।

২০১৪ সালে একটি ইসলামি স্কুলে বিদি, ফিরদা ও সিতির সাক্ষাৎ হয়। সেখান থেকেই শুরু, সিস্টেম অব আ ডাউন-এর ‘টক্সিসিটি’ অ্যালবামের মাধ্যমে মেটালের প্রেমে পড়া। স্কুলের গাইডেন্স কাউন্সিলর তাদের মেটালের সঙ্গে প্রথম পরিচয় করান। ‘এটা আমাদের জন্য বড় ধাক্কা ছিল’- বলেন ফিরদা।

কিন্তু মেটাল নিয়ে চ্যালেঞ্জ কম ছিল না, ‘আমাদের গ্রামে মেটাল মানেই শয়তানের কাজ, মেয়েদের জন্য নয়, বিশেষ করে হিজাবে’, বিদি বললেন। এমনকি ফিরদার পরিবার চেয়েছিল ইসলামি চিকিৎসা করিয়ে তার মেটাল সংগীতের প্রতি ভালোবাসা দূর করতে।

বিদি বলেন, ‘শুরুতে মনে হতো আমাদের কোনও ঠিকানা নেই, যেন আমরা অপরাধী।’ তবে এসব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে তারা ছুটছে তাদের স্বপ্নের দিকে।

গ্লাস্টনবারির পর ব্যান্ডটি কাজ করবে নতুন অ্যালবাম নিয়ে, যার নাম ‘মাইটি আইল্যান্ড’।এটি ইন্দোনেশিয়ার দুর্নীতি নিয়ে কথা বলবে। নিজেদের গ্রামের উঠতি মিউজিশিয়ানদের জন্য একটি কমিউনিটি গড়তে চান তারা।

সূত্র: রয়টার্স।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প