যশোর আজ সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গৌরীপুরে জীবন্ত মায়ের পূজা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৩, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
গৌরীপুরে জীবন্ত মায়ের পূজা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ )জেলা প্রতিনিধি :: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সনাতন ধর্মাম্বলিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজা মন্দির কমিটি আয়োজন করেছে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের যার নাম জীবন্ত মায়ের পূজা।

শুধু প্রতিমাতে নয় প্রতিমা ‘মা’ তেই মা দুর্গা এই স্লোগান কে প্রতিপাদ্য করে ( ২৩ অক্টোবর ) সোমবার মহানবমী উপলক্ষে সকাল ১০টায় দুর্গাবাড়ি মন্দির আঙ্গিনায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

মন্দিরের পূজা অর্চনার পর পর-ই প্রত্যেক সন্তান নিজের জন্মদাত্রী মাকে পুজোর মাধ্যমে এক ভিন্ন মাত্রা যোগ করে। প্রথমেই নির্ধারিত আসনে প্রত্যেক সন্তানরা তাদের মাকে বসান, তারপর সন্তানেরা নিচে বসে মায়ের পা ধোঁয়া ও পা মোছার পর মাতৃ প্রণাম মন্ত্রের মাধ্যমে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পন করেন। পরে হরিনাম সংকীর্তন করে মাতৃ পরিক্রমা শেষে মাকে উত্তরীয় পরিধানের মাধ্যমে সম্মাননা প্রদান করেন। জীবন্ত মায়ের পূজায় শতবর্ষী মা সহ বিভিন্ন বয়সী মা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

এই ব্যতিক্রম অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুপক রঞ্জন উকিল জানান,আমরা প্রত্যেকেই আমাদের মাকে খুব ভালোবাসি কিন্তু মায়ের প্রাপ্য সম্মান ও প্রকৃত অর্থেই মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ এই উপলব্ধি টুকু সকলের মাঝে ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।

আগামী প্রজন্ম যেন এ থেকে শিক্ষা নেয় এটাই আমাদের কামনা। পরিশেষে মা ও সন্তানরা আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় মন্দিরে থাকা সকল ভক্তদের মাঝে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়।

সর্বশেষ - লাইফস্টাইল