শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) সংবাদদাতা :: গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের ইউপি সদস্য মাফুজা বেগম (৪৫)–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ মিলেছে। এলাকাবাসীর অভিযোগ,তিনি নিজস্ব লাঠিয়াল বাহিনী গঠন করে প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্প ও জমি দখলসহ নানা অপকর্ম করছেন। তার স্বামীর নাম মফিজ শরীফ।
মাফুজা বেগমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে,সে আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি জমির মালিক রনি কাজীকে লাঠিয়াল বাহিনী দিয়ে উচ্ছেদের চেষ্টা করে। আদালতের রায়ে জমির দখল ফিরে পেলেও তাকে ও তার পরিবারের সদস্যদের নামে তদন্ত কেন্দ্রে মিথ্যা অভিযোগ দায়েরসহ নানা ভাবে হয়রানি করা হচ্ছে।
রাজু কাজীর বরাদ্দকৃত ঘর থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে তাকে ঘর থেকে বের করে দিয়ে সেখানে বসবাস শুরু করে সেলিম সিকদার।
আশ্রয়ণ প্রকল্পের মিউটেশনকৃত কাগজপত্র নিয়েও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে সেলিম সিকদার, আরিফুজ্জামান ও তার স্ত্রী সাজেদা বেগমের বিরুদ্ধে। তারা সরকারি সেবা দেওয়ার নামে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও চাঁদা তোলে,যার একটি বড় অংশ পায় ইউপি সদস্য মাফুজা বেগম।সেলিম সিকদার একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
মাহফুজা বেগমের লাঠিয়াল বাহিনীর সদস্যরা হলো- হাবিব শরীফ ( ৩২),রবিউল শরীফ( ৩৫), দিদার শরীফ ( ৪০),জাকির শরীফ (৪০), ফয়সাল শরীফ (২৮),সেলিম সিকদার (৩২) ও আরিফুজ্জামান ( ৩০)।
এদের মধ্যে গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর গ্রামের ইব্রাহিমের ছেলে আরিফুজ্জামানকে প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে । অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মাফুজা বেগম জানান,তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউপি সদস্য মাফুজা বেগম সরকারি ক্ষমতা ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছেন।তিনি পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।