যশোর আজ রবিবার , ২৫ মে ২০২৫ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গুমানী নদী থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
মে ২৫, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
গুমানী নদী থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদী থেকে হাত-পা বাঁধা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।নিহত যুবক মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে ইতুল হোসেন( ১৮ )।

শনিবার ( ২৪ মে )সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকায় গুমানী নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার( ২৩ মে )রাত দশটার দিকে দু’জন অজ্ঞাতপরিচয় যুবক একটি মোটরসাইকেলে এসে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানী নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে মরদেহটি উদ্ধার করলে পরিবারের লোকজন নিশ্চিত করে এটি ইতুলের মরদেহ। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,মরদেহটির হাত এবং পা বাধা ছিল। নাক এবং মুখে রক্তাক্ত জখম ছিল।

ওসি মনজুরুল আলম বলেন,খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।রবিবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - সারাদেশ