
রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে ৫ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করেছেন। আজ বিকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস র্যাপিড ট্রানজিট ( বিআরটি ) প্রকল্পের গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রী হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে উত্তরায় ক্রেন দিয়ে বিআরটি প্রকল্পের একটি গার্ডার তোলার সময় ওই দুর্ঘটনা ঘটে। ভারসাম্য রাখতে না পারায় ক্রেনটি একদিকে কাত হয়ে যায়।
তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে গাড়ির ভেতরেই দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। ওই পরিবারের আরও দুই সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost