সর্বশেষ খবরঃ

গাজী মাজহারুল আনোয়ার পাচ্ছেন আজীবন সম্মাননা

প্রথমবারের মতো প্রদান করা হচ্ছে ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড’। জমকালো এই আসর বসছে শনিবার ( ২ অক্টোবর ) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁও-এর বলরুমে। এতে আজীবন সম্মাননা প্রদান করা হবে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারকে।

স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার একাধারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৬৭ সালে ‘আয়না ও অবশিষ্ট’র জন্য প্রথম চলচ্চিত্রে গান লেখেন।

চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে গানের সঙ্গে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনাতেও অত্যন্ত দক্ষতার পরিচয় দেন তিনি। ১৯৮২ সালে মুক্তি পায় তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘নান্টু ঘটক’। ৪১টি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি, যার অধিকাংশই ছিল দর্শক নন্দিত।

আকাশের হাতে আছে একরাশি নীল, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, ইশারায় শিষ দিয়ে, এই মন তোমাকে দিলাম, শুধু গান গেয়ে পরিচয়- ছয় দশক ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এমন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। ২০ হাজারের অধিক গানের এই রচয়িতা ১৯৬৪ সালে রেডিও পাকিস্তান এবং বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করছেন।

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ লাভ করেন। জাপান বাংলাদেশ ডটকম অ্যাওয়ার্ড, নিগার অ্যাওয়ার্ড পাকিস্তান এবং ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১২১টিরও অধিক।

জয় বাংলা বাংলার জয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, একতারা তুই দেশের কথা বলরে আমায় বল- বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা এই তিনটি গান। সেই ধারাবাহিকতায় সংস্কৃতিতে অসামান্য অবদান রাখার জন্য গাজী মাজহারুল আনোয়ারকে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড-এর প্রথম আজীবন সম্মাননা জানানো হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

এর বাইরে ৯টি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠদের পুরস্কার। আরটিভিতে প্রচারিত বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকদের বিবেচনায় এই পুরস্কার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানটি শনিবার ( ২ অক্টোবর ) বিকাল ৫টায় হোটেল সোনারগাঁও-এর বলরুম থেকে আরটিভি চ্যানেল,আরটিভি ফেসবুক পেজ ও আরটিভি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

আরো খবর

জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়িতে হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা