যশোর আজ শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গাজীপুরে ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ৬, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ
গাজীপুরে ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায়।

শনিবার ( ৬ জানুয়ারি ) রাত ১টার দিকে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। অপরদিকে,রাত ৩টার দিকে আগুন দেওয়া হয় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশপ্রহরী ফোন দিয়ে জানায়, স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দেই।

খবর পেয়ে গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে স্কুলের ৯টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাসন থানার পরিদর্শক ( তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছিল। এবার এটি ভোটকেন্দ্র না।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২৪ মিনিটে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মর্ডান ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে। ধারণা করা হচ্ছে, স্কুলের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সর্বশেষ - লাইফস্টাইল