আঃ খালেক মন্ডল(গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ মোট ছয়জনকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন।শুদ্ধাচার পুরস্কার প্রদান ( সংশোধন ) নীতিমালা ২০২১ মতে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
বুধবার ( ২৬ জুলাই ) সকালে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান আনুষ্ঠানিকভাবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ শরীফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, অফিস সহায়ক আব্দুর রাজ্জাক সরকার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক স্বপন মন্ডল।
পুরস্কার পেয়ে গাইবান্ধা সদর ইউএনও বলেন, জেলা প্রশাসক অলিউর রহমানের মত একজন শুদ্ধাচারি মানুষের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করা আমার জন্য গর্বের বিষয়।