যশোর আজ শনিবার , ৯ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত স্কুল ভবনের উদ্বোধন

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৯, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ
গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত স্কুল ভবনের উদ্বোধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ৯ নভেম্বর ) দুপুরে গাইবান্ধার নশরৎপুরে এই নবনির্মিত ভবনটির ফলক উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি নির্বাহী পরিচালক ডঃ হোসেন জিল্লুর রহমান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম-এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ( মাধ্যমিক-২ ) রবিউল ইসলাম,গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিগ্রেডিয়ার জেনারেল ( অবঃ) আসাদুজ্জামান সুবহানী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবীদ অধ্যাপক মাজহারুল মান্নান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম জান্নাতুন নুর রিশাত, আনিছুজ্জামান খান বাবু, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, ডাঃ শহীদুজ্জামান হারুন, ওয়াজিউর রহমান র‍্যাফেল, নাসরিন সুলতানা রেখা, সাইফুল আলম সাজাদ ও প্রমতোষ সাহা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজটি হবে দেশের একটি ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি প্রত্যাশা করেন এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র ( জিইউকে )-এর ব্যবস্থাপনায় ২০ বিঘা জমির উপর নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের এই স্কুলে ২০২৫ সাল থেকে প্লে থেকে ৮ম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি কর্মসূচির উদ্বোধন করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত