চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনাজপুর সদরের ৮নং শঙ্করপুর ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ৭হাজার গাছ রোপন করা হয়েছে।
শনিবার ( ১৯জুলাই )সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন এর আয়োজনে জেলায় ৮লক্ষ গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সদরের ৮নং শঙ্করপুর ইউনিয়নে বৃক্ষ রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃশহীদুল ইসলাম ।
সদর উপজেলার ৮নং শঙ্করপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ,বনজসহ বিভিন্ন প্রজাতির ৭হাজার গাছ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৮নং শঙ্করপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুলতান মাহমুদ,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক,১নং ওয়ার্ডের মেম্বার সুলতান আলম,৪নং ওয়ার্ডের মেম্বার পঙ্কজ বসাক,২নংওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম ,হিসাব সহকারী সাকোয়াত হোসেন,গ্রাম পুলিশ বাবলু ,মুর্শিদুল ইসলাম ,মোস্তাক আহমেদ,ওমর আলী প্রমুখ।
প্রাকৃতিক দুর্যোগ মোকবেলায় এবং ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই বলে মনে করেন সচেতন মহল ।