হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পৌরসভাধীন ৯নং ওয়ার্ড বড়আঁচড়া গ্রামের জমি অধিগ্রহণে বিলুপ্ত হওয়া ঐতিহ্যবাহী চেকপোস্ট বলফিল্ড ময়দান ফিরে পাওয়ার দাবীতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৬ জুলাই ) সকাল ১০ টায় বেনাপোল চেকপোস্ট এলাকায় যশোর-কোলকাতা মহাসড়কের উপর অবস্থান নিয়ে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আধা ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবীতে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড,ব্যানার ও ফেস্টুন নিয়ে বড়আঁচড়া গ্রামের শত শত মানুষ অংশ নেয়। এ ছাড়াও স্কুল,কলেজের ছাত্র ,শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী,সাংবাদিকসহ এলাকার বিশিষ্টজনেরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণ করা বড়আঁচড়া গ্রামবাসীরা জানান,এলাকার তরুণ ও যুব সমাজকে মাদক হতে দূরে রাখতে খেলাধুলার বিকল্প আর নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চেয়ে আজকে আমাদের এ মানববন্ধন।মানববন্ধন হতে আমরা দাবী জানাই,অনতীবিলম্বে আমাদের খেলার মাঠটি পুনরায় ফিরিয়ে দিন।
বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল হোসেন যশোর পোস্ট প্রতিনিধিকে জানান,বড়আঁচড়া গ্রামের একটি এতিহ্যবাহী খেলার মাঠ ছিলো প্রায় ১১ বিঘা জমির উপর। এটা বড়আঁচড়া প্রাইমারী স্কুলের মাঠ হিসাবেও পরিচিতি ছিলো। বেনাপোল স্থলবন্দর কর্তৃক জমি অধিগ্রহণের সময় খেলার মাঠটি বিলুপ্ত হয়।
সে সময় এই মাঠটি প্রতিস্থাপিত হবে বা অন্যত্র খেলার মাঠের ব্যবস্থা করা হবে বলে উপজেলা প্রশাসন আশ্বস্থ করলেও অধ্যবধী আমরা খেলার মাঠ পাইনী। দীর্ঘ বছর অতিবাহিত হলেও খেলার মাঠ ফিরে না পাওয়ায় গ্রামবাসী তাদের ন্যায্য দাবী আদায়ে ঐক্যবদ্ধ হয়ে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবীতে আজ মানববন্ধন করেছে।