যশোর আজ বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খুলনা পাবলিককলেজ এর ছাত্র সৌখিনের রৌপ্যপদকঅর্জন

প্রতিবেদক
Jashore Post
জুন ২২, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
খুলনা পাবলিককলেজ এর ছাত্র সৌখিনের রৌপ্যপদকঅর্জন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খুলনা পাবলিক কলেজ এর দ্বাদশ শ্রেণিরবিজ্ঞান শাখার ছাত্র সামজিদ হোসেন সৌখিন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর ” ইংরেজি উপস্থিত বক্তৃতা” প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গতসোমবার ( ১৯ জুন ) ঢাকাআন্তর্জাতিকমাতৃভাষাইন্সটিটিউট এ মাননীয়শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনিএমপিপুরস্কার হিসেবে রৌপ্যপদক, ক্রেস্ট, সার্টিফিকেটএবং চেক মানি প্রদানকরেন।

উল্লেখ্য, সামজিদ হোসেন সৌখিন শ্রেষ্ঠশিক্ষার্থী ( কলেজপর্যায় ) অংশগ্রহণ করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েও জাতীয়পর্যায়ে অংশগ্রহণ করে তার বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে।

এছাড়া ২০২২ সালে FAO কর্তৃক আয়োজিত Poster Contest এ সমগ্র বিশ্বের ১৯৬ টি দেশের মাঝে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দ্বিতীয়স্থান অধিকার করার গৌরবঅর্জনকরেছে।

২০১৬ সালে Toyota Dream Car Art Contest এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। সে নিয়মিতবিতর্ক, কুইজ, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এর সাথেও জড়িত । তার সাংস্কৃতিচর্চার ক্যারিয়ারে ৩০০ এর অধিক পুরস্কার প্রাপ্তির সার্টিফিকেট, বই এবং ক্রেস্ট রয়েছে।

খুলনা পাবলিক কলেজ পরিবার সমজিদ হোসেন সৌখিন এর সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছে।

সর্বশেষ - লাইফস্টাইল