সর্বশেষ খবরঃ

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

স্টাফ রিপোর্টার :: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা হয়েছে।

বুধবার ( ৩১ জুলাই ) দুপুরে নগরীর সাতরাস্তা মোড় থেকে সংঘর্ষ শুরু হয়। পরে তা রয়েল মোড়, শান্তিধাম, মডার্ন ফার্নিচার মোড়, বাইতিপাড়া, মৌলভীপাড়া, পিটিআই মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছোড়ে।

সংঘর্ষে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আটক করার কথা স্বীকার করেছে পুলিশ।

আন্দোলনকারীরা জানান, সারা দেশে নিহত ছাত্রদের হত্যার বিচারের দাবিতে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। এ কর্মসূচি ঘিরে সংঘর্ষ হয়েছে।

খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

নগরীর সাতরাস্তা মোড়ে বেলা সোয়া ২টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি দুই দিক দিয়ে তাদের আটকে রাখে। এতে উত্তেজনায় এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

দুপুর ১টার দিকে হঠাৎ করে আন্দোলনকারীরা ময়লাপোতা মোড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পুলিশ ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আরেকটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কেডিএ অ্যাভিনিউ দিয়ে রয়্যাল মোড়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে তারা দুটি প্রাইভেটকার ভাঙচুর করে। কিছু শিক্ষার্থী দৌড়ে এদিক-সেদিক পালিয়ে যায়। আর কিছু শিক্ষার্থী আহছান উল্লাহ কলেজের মধ্যে চলে যায়।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা নগরীর রয়্যাল মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ রয়্যাল মোড় ও আশপাশের এলাকা থেকে কমপক্ষে ৩৫ জনকে আটক করে। পুলিশ ও বিজিবির শক্ত অবস্থানের কারণে আন্দোলনকারীরা রয়্যাল মোড়ে কর্মসূচি পালন করতে পারেনি। নগরীর শিববাড়ী মোড়েও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডালমিল মোড় থেকে লাঠি নিয়ে মিছিল বের করে। পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লাপোতা হয়ে সাত রাস্তার দিকে চলে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক জানান,কোটা আন্দোলনের সমন্বয়কারীরা মঙ্গলবার ( ৩০ জুলাই ) রাতে খুলনা সার্কিট হাউসে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক বিশৃংখলা করার চেষ্টা করছে।

সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প