খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌর এলাকায় রাস্তাঘাট, ফুটপাত ও বাজার এলাকার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। মতবিনিময় সভায় রাখা বক্তব্যে তিনি বলেন, “শহরের সৌন্দর্য বজায় রাখতে ও নাগরিক ভোগান্তি কমাতে আইন প্রয়োগে কোন ছাড় দেওয়া হবে না। সকলকে একযোগে কাজ করতে হবে।”
সভায় উঠে আসে—ফুটপাত দখল ও তা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ,এলোমেলো যানবাহন পার্কিং রোধ,বাজারের শৃঙ্খলা,নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা,ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন।এছাড়াও শহরকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে নাগরিকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় পৌরসভার অংশীদার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। সকলে নিজেদের মতামত তুলে ধরেন এবং শহরের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
সভা শুরুতেই দিয়াবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।