খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা “শাট ডাউন” কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। প্রায় ৪ঘন্টা অবরোধে জেলার মূল শহরে সহল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরে মূল পয়েন্ট শাপলা চত্বর অবস্থান নেয় তারা। এর আগে চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ৷
এছাড়া শাপলা চত্বর অবরুদ্ধ থাকায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ প্রায় ৪ঘন্টা অবরোধে জেলার মূল শহরে সকল ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়।এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। পরে দুপুর প্রায় দুইটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )তানভীর হাসান বলেন,আমরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।