খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ন্যাত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।
বৃহস্পতিবার ( ২৯ আষ্টস্ট ) সকাল এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়। এসময় শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা নিতে দেখা যায়।
চিকিৎসা সেবা নিতে আসা হাচিনসনপুর এলাকার রাবেয়া (৩৪) বর্ন্যায় ঘরবাড়ি তলিয়ে গেছে। পরিবারের পানি বাহিত রোগ দেখা দিয়েছে। সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পিং এ চিকিৎসা সেবা নিতে এসেছি। উপকার ভোগী রমেলা চাকমা (৩৫)সহ অনেকই সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও পেয়ে কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, ৫ ফিল্ড এম্বুলেন্সের লেঃ কর্নেল রাকিবুল ইসলাম, গাইনী চিকিৎসক লেঃ কর্নেল ডাঃ সেতারা,মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ আসিফ রোবায়েত, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ সাবিনা, ক্যাপ্টেন ডাঃ রাকিব, ডাঃ আশুতোস চাকমা, জোনের ক্যাপ্টেন মোমিন শিহাব প্রমুখ।