খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি সদর থানার হিল কুইন গেস্ট হাউজ সংলগ্ন পাকা রাস্তা থেকে ৮০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার কাছ থেকে একটি স্কুটি ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৩৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন সদর থানার সাব-ইন্সপেক্টর মোঃ ইসমাইল হোসেন,এ এস আই মোঃ জুয়েল আহম্মেদসহ থানা পুলিশের একটি টিম।
ঘটনাটি ঘটেছে সোমবার( ২৮ জুলাই ) বিকেল সাড়ে ৫টার দিকে। আটক ব্যক্তির নাম মোঃ মোশারফ হোসেন জুয়েল (৩৭)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার এলাকার মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়ার পুত্র এবং বর্তমানে খাগড়াছড়ি পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থানার একটি টহল দল শহরের হিল কুইন গেস্ট হাউজ সংলগ্ন প্রধান সড়কে সন্দেহভাজন ওই স্কুটিচালককে থামিয়ে তল্লাশি চালায়। পরে তার ব্যবহৃত স্কুটির সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রয়ের নগদ ৩৫ হাজার টাকা।
খাগড়াছড়ি থানার কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা জানান, আজকের অভিযানে তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আগামীকাল আদালতে তোলা হবে,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে”
তিনি আরও জানান,“এই ধরনে অভিযান অব্যাহত থাকবে। খাগড়াছড়িকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।”