খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি প্রতিনিধি ) :: “সমবায়ে গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার( ০২নভেম্বর ) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. বেলাল হোসাইন’র সঞ্চালনায় বক্তারা বলেন,একক প্ৰচেষ্টা ব্যর্থ,সেখানে সম্মিলিত প্রচেষ্টা সেখা স্বার্থক, সফলতার জন্য একতা এবং সমবায়ের কোন বিকল্প নেই।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( সাধারণ ) মোঃ আতিকুর রহমান, জেলা সমবায়
কর্মকর্তা উৎপল চাকমা,জেলা সমবায় কর্মকর্তা ( অবসরপ্রাপ্ত )রত্ন কান্তি রোয়াজা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিনসহ আরও অনেকে।
আলোচনা সভার পরপরেই সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতস্বরুপ ও সফল সমবায় সমিতি হিসেবে নির্বাচিত ৮টি সমিতি-কে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং ৪জন শ্ৰেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় । যারা সম্মাননা পেয়েছেন,তারা হলে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:,চিরাই কাঠ ব্যবসায়ী,খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমিতি,ইসলামপুর মহিলা সঞ্চয় ও ঋণদান
সমবায়,খাগড়াছড়ি ইউনিয়ন বহুমুখী হকার সমবায়,গরু ব্যবসায়ী সমবায় সমিতি,মনাটেক যাদুগানালা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এছাড়াও খাগড়াছড়ি হোটেল-রেস্টুরেন্ট ও কুলিং কর্ণার ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি পেয়ার আহাম্মদ এবং ভাইবোনছড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি রেমং মারমা, কমলছড়ি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সাগর ময় তালুকদার ও সততা বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি রফিক উদ্দিন-কে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রদান করাহ।