খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের
সাংবাদিকতার পথিকৃৎ গুণী সাংবাদিক ও রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ’র মৃত্যুতে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২৩ফেব্রুয়ারি ) দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব কনফারেন্স রুমে এ খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ এর বিদেহীর আত্মার শান্তি কামনা করেন এবং ১মিনিট নিরবতা পালন করেন। পরে শোকসভায় বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন সাংবাদিকরা।
এ সময় খতমে কুরআন পাঠ করেন আল আমিন বিবাড়িয়া হেফাজত খানার ইমাম মাওলানা গাজী রুহুন আমিন ।
শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক এই এম প্রফুল্লসহ জেলা অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।