সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়িতে বনবিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ”।

বৃহস্পতিবার ( ০১আগস্ট ) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্ৰ লাল ত্রিপুরা,এমপি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

উদ্বোধনের পরপরেই অত্র টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলবে ১আগস্ট থেকে ৭আগস্ট পর্যন্ত। এ বৃক্ষমেলায় শতাধিক প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা নিয়ে প্রদর্শনী হিসেবে ২০টি স্টল রয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ন্যায় আমাদের সকলকে ঐক্যব য়ে ঐসকল রাজাকার, আলবদর, আলশামস এর দোসরদের অন্যায় ও অপরাধমূলক কাজকে রুখে দিতে হবে। রাজাকার, আলবদর, আলশামস অপশক্তির

দোসরদের অপরাধমূলক কাজের কথাও আপনাদের স্মরণে রাখতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ তার বিচার করে, ভালো কাজে সকলকে মনোনিবেশ করতে হবে।

তিনি বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশবাসীকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। আজকের ছাত্র-ছাত্রীরাই একদিন এদেশের মালিক হবে। তারাই হবে প্রজ্ঞাবান, বুদ্ধিমত্তার অধিকারীসহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর ।

তিনি আরও বলেন,বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা এদেশকে বাসযোগ্য করে তুলবে এবং পরিবেশকে বাঁচাবে। সময় এসেছে, আমরা এখনই প্রজ্ঞা করি,আমরা বৃক্ষ নির্দয়ভাবে নিধন করবো না। বনকে সংরক্ষণ করবো। তবেই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো।

বৃক্ষ রোপণ ও বনকে সংরক্ষণ করা গেলেই পার্বত্য চট্টগ্রাম দেশের এক দশমাংশ জায়গাকে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব হবে।বাংলাদেশ ছয় ঋতুর দেশ। প্রতি দুই মাস অন্তর অন্তর ঋতু আসে,ঋতু যায়,পরিবর্তন হয়। বর্ষার ঋতুতে আমাদেরকে প্রত্যেককে বৃক্ষরোপন করা উচিত। আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।

বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপন করতে হবে। প্রাকৃতিক পরিবেশকে সুস্থ্য ও সুন্দর রাখতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপন করার আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্ৰ চাকমা,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম প্রমূখ।

এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল আলম,খাগড়াছড়ি বনবিভাগের সহকারী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর

ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে