খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (২৭ মে ) সকালে মৎস্য খাদ্য সামগ্রী বিতরণ ও রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলার মৎস্যবীজ উৎপাদন খামারে আয়োজিত এই কর্মসূচির আওতায় বিগত ২০২৪ সালের আগস্ট মাসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। পাশাপাশি, ২০২৪-২০২৫ অর্থবছরে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ষষ্ঠ ব্যাচের চাষীদের জন্য রিফ্রেশার্স প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সুজন চন্দ্র রায়। তিনি বলেন, “পার্বত্য এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পুনরুদ্ধারে এ ধরনের সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ মৎস্যখাতকে স্বাবলম্বী করে তুলতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ রাজু আহমেদ,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মঞ্জিলা সুলতানা ঝুমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ত্রিনা চাকমা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্যচাষীরা কার্প জাতীয় মাছের আধুনিক মিশ্রচাষ পদ্ধতি,জলাশয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ কৌশলসহ বাস্তবভিত্তিক নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মৎস্য খাতকে আরও টেকসই ও উৎপাদনমুখী করতে পর্যায়ক্রমে এই ধরনের প্রশিক্ষণ এবং সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।