খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: “আসুন সবাই মিলে গড়ি, মাসিক বান্ধব পৃথিবী” এই প্রত্যয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হলো ‘মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস’।
নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ( বিএনপিএস )-এর সহযোগিতায় আয়োজিত এ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে।
বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে ছিল উপস্থাপনা,কুইজ প্রতিযোগিতা এবং মতবিনিময় সভা।নারীর প্রজনন স্বাস্থ্য, মাসিক সচেতনতা এবং সামাজিক কুসংস্কার দূরীকরণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের বিস্তার করাই ছিল এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষমিতা খীসা।
প্রধান অতিথির বক্তব্যে সুষ্মিতা খীসা বলেন “মাসিক কোনো লজ্জার বিষয় নয়, এটি নারী জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের দায়িত্ব মেয়েদের মাঝে এই বার্তা পৌঁছে দেওয়া,যেন তারা আত্মবিশ্বাসের সঙ্গে বড় হতে পারে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, স্থানীয় জনপ্রতিনিধি গৌরী মালা ত্রিপুরা, শিক্ষার্থী প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় বক্তারা সবাই নারী স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয় পর্যায়ে স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
এদিন বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ছিল বেশ প্রাণবন্ত ও তথ্যনির্ভর। অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়,“এই কর্মসূচির মাধ্যমে শুধু বিদ্যালয় নয়,পুরো কমিউনিটিকে সচেতন করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে আরও বিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে এই ধরনের উদ্যোগ নারীর স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।