যশোর আজ সোমবার , ২১ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে মাসব্যাপী বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২১, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
খাগড়াছড়িতে মাসব্যাপী বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: ” ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল,ক্রীড়া নিয়ে এগিয়ে চল ” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে মাসব্যাপী বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

সোমবার( ২১অক্টোবর ) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ফুটবল টুর্নামেন্ট’র আহ্বায়ক তুহিন কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন,খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ বনাম মানিকছড়ি এফসি রেঞ্জার্স দুটি দল অংশ নেন। উদ্বোধনী খেলায় গোলশূন্য ড্র হয়। সম্প্রীতি একাদশ শূন্য ও মানিকছড়ি এফসি রেঞ্জার্স শূন্য।

মাসব্যাপী বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা থেকে ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছে বলে জানান আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।

সর্বশেষ - সারাদেশ