খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় পুলিশের অভিযানে ১২০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ এবং একটি সিএনজি জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ( ২৮ জুলাই ) রাতে খাগড়াছড়ির মানিকছড়িতে চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে মহামুনি ব্র্যাক অফিস সংলগ্নে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি জব্দ ও তল্লাশী করে হতে ১২০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদসহ কাউসার মামুন (২৮)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার পীরগাছা থানার সৃখান পুকুর এলাকার আবুল হোসেনের ছেলে। বর্তমানে সে মানিকছড়ি ইউনিয়নে মৌলভীপাড়ায় থাকেন।
পুলিশ সূত্রে জানায়,আসামীকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়। বর্ণিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।