খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন,দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জেলা’র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।
রবিবার (০২ফেব্রুয়ারি )সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সদরের চেঙ্গি স্কয়ার থেকে এ মশাল মিছিল শুরু হয়।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্তরস্থ মুক্তমঞ্চে এসে শেষ হয়।পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র প্রতিনিধিরা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো জেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ছাত্র প্রতিনিধিরা।
ছাত্র প্রতিনিধিরা বলেন,আন্দোলনের আগে আওয়ামীগ প্রায় বলতেন খেলা হবে,খেলা হবে। কিন্তু ছাত্ররা যখন খেলতে মাঠে নামলো তখন আওয়ামীগ মাঠ থেকে পালিয়ে গেছে। তাই সাবধান করে দিতে চাই ছাত্রদের সাথে কখনো খেলতে আসবেন না। পৃথিবীর ইতিহাসে ছাত্রদের সাথে কেউ খেলতে পারেনি।এছাড়াও দুর্নীতি,চাঁদাবাজদের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এ মশাল মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মো. জাহিদ হাসান,আদনান আমিন বাবু,আল আমিন,অপূর্ব ত্রিপুরা ও বাকিব মনি ইফতিসহ আরও অনেকে।