সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে প্রান্তিক জনগণের অধিকার ও সম্পৃক্ততা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা

খাগড়াছড়িতে প্রান্তিক জনগণের অধিকার ও সম্পৃক্ততা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা
খাগড়াছড়িতে প্রান্তিক জনগণের অধিকার ও সম্পৃক্ততা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সমতা, পরামর্শ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে খাগড়াছড়িতে এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

স্থানীয় এনজিও তৃণমূল উন্নয়ন সংস্থা-এর উদ্যোগে এবং সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে,জি এফ এ কনসাল্টিং গ্রুপ, জিএমবিএইচ-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে “প্রান্তিক জনগণের সুযোগ উন্নয়ন, অধিকার,পরামর্শ ও জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ততা বৃদ্ধিমূলক” ( EMPOWERMENT ) প্রকল্প।

বুধবার ( ২১ মে ) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

এ কর্মশালায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সুজন চন্দ্র রায় বলেন বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনতে তাদের সচেতনতা, ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এই প্রকল্প সেই লক্ষ্যে সহায়ক হবে বলে আমি মনে করি।”

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। এছাড়া, অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী নেত্রী, যুব প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রকল্প তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক ন্যায়ের পথ সুগম করবে।

এ প্রকল্পটি তিন পার্বত্য জেলা( খাগড়াছড়ি,রাঙ্গামাটি ও বান্দরবান ) জেলায় ৪৫টি কমিউনিটি চেইঘ্জ মেকার গ্রুপ গঠন,৪হাজার ৫’শ টি অন্তর্ভুক্তি,যৌন,প্রান্তিক ও লিঙ্গভিক্তিক সহিংসতা,তথ্য অধিকার,ডু নো হার্মসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক সভা।

এছাড়াও ৯’শ কমিউনিটি চেইঞ্জ মেকার নাগরিক নাগরিক শিক্ষণ এবং সম্পৃক্তকরণ, সামাজিক প্লাটফর্ম এবং ডিজিটাল অন্তর্ভূক্তি,ডব্লিউআরএন এর মাধ্যমে যৌন ও লিঙ্গভিক্তিক সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চলবে।

এ সময় তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতি দেওয়ান,খাগড়াছড়ি সদর থানার সাব-ইন্সপেক্টর মো. আজিমুল হক,সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,এ প্রকল্পের মেয়াদ গত ১৫ডিসেম্বর ২০২৪ খ্রিঃ থেকে আগামী ১৪জুন ২০২৭ খ্রিঃ পর্যন্ত চলমান থাকবে।প্রকল্প ব্যয় ৭কোটি ৭৩লক্ষ ১হাজার ৭’শ ১৭টাকা ।

আরো খবর

বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন