খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সঃ) এর ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৬সেপ্টেম্বর ) দুপুরের জেলা সদরস্থ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা’র উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) যেখানে জন্মগ্রহণ করেন,সেখানে কোন শৃঙ্খলা ছিলোনা,বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার হতো। সেই অবস্থায় আলোকবর্তিকা হিসেবে,মানবজাতির আলোর দিশারী হিসেবে তিনি আবির্ভুত হন।তার জীবন ও কর্ম পদ্মতি আমরা অনুসরণ করতে পারি,তাহলে আমাদের দুনিয়া এবংআখেরাতে মুক্তি মিলবে। তিনি মহান চরিত্রের অধিকারী, সুন্দর ও মার্জিত স্বভাবের প্রতিচিত্র। মহানবী (সাঃ) এর চরিত্র সকলের জন্য নমুনা ও আদর্শ চরিত্রের অধিকারী।
তিনি আরও বলেন,আমাদের দেশে অনেকে শান্তি,শৃঙ্খলা বিনষ্ট করার জন্য অনেকেই বিভিন্নভাবে গুজব ছড়ায়। শান্তি-সম্প্রীতির নষ্ট করার জন্য বিভিন্নভাবে গুজব ছড়িয়ে থাকে। তাই আমাদেরকে গুজব থেকে সজাগ থাকতে হবে। সর্বোপরি দেশের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নসহ সার্বিক শান্তি শৃঙ্খলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,জেলা তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন,খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন আল কাদেরী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ) মোঃ আতিকুর রহমান,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোসলেম উদ্দিন, সদর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হামে মসজিদের খতিব মাওলানা ফয়েজ আহম্মদ বারীসহ বিভিন্ন মসজিদের ইমামসহ আরও অনোকে উপস্থিত ছিলেন।