খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০১ আগস্ট ) বিকাল ৩.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি সম্মেলন কক্ষে দেশের চলমান সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীসহ অন্যান্যরা।এসময় জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।