খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে রোববার অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজন যেন তরুণদের মাঝে সৃজনশীলতার নতুন তরঙ্গ তোলে।প্রতিযোগিতায় অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন সাঁতারু।
জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
দুটি গ্রুপের ৬টি ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে ১৮টি পুরস্কার প্রদান করা হয়। শুধু পদক নয়, বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র, জার্সি, প্যান্ট এবং সুইমিং ক্যাপ—যা তাদের ভবিষ্যতের জন্য একটি সাহসী সঙ্গী হয়ে উঠবে নিঃসন্দেহে।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, মাদল বড়ুয়া, ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিন,গীতায়ন চাকমাসহ আরও অনেকে। তাঁদের উপস্থিতি আয়োজনকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত।
এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং জেলার তরুণদের আত্মবিশ্বাস,শৃঙ্খলা এবং স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।