খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে গোলাবাড়ী যুব সংঘ এর উদ্যোগে মারমাদের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রেং উপলক্ষে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা,মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২৪এপ্রিল )বিকালে জেলা সদরের গোলাবাড়ীর বটতলী মাঠে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিক হয়। এ সময় গোলাবাড়ী যুব সংঘের সভাপতি মংখই মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উঃ অংচিংনু মারমা।
প্রথম দিনে বলি খেলায় অনু মারমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আক্রা মারমা।এসময় মহিলা বলী খেলা, তৈলাক্ত বাঁশে উঠা,দড়ি টানা, হাড়ি ভাঙ্গা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন জেলা থেকে বলী খেলায় অংশ নেন ১৪জন বলী। এ সময় এ এবং বি দুইটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। বলী খেলা শেষে দুইদিনব্যাপি বলী খেলাসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে লটারি ড্র অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন গোলাবাড়ী যুব সংঘ’র সদস্য সচিব উজ্জ্বল চৌধুরী এবং এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখা সভাপতি ক্যরী মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখা’র সভাপতি লাপ্রুচাই মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।