সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে এনসিপি’র মতবিনিময় সভা

খাগড়াছড়িতে এনসিপি’র মতবিনিময় সভা
খাগড়াছড়িতে এনসিপি’র মতবিনিময় সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে এনসিপি’র সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে জেলার ৯টি উপজেলার সংগঠক ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পার্বত্য জেলা কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন বলে জানা গেছে।

শনিবার ( ১৪ জুন ) বিকেলে জেলা সদরের শিশু একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, যিনি সভার সার্বিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিনাঞ্চলের তত্ত্বাবধায়ক ও সংগঠক ইমন সৈয়দ। তিনি বলেন, “নাগরিক অধিকার, সাম্য ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। খাগড়াছড়িকে একটি উদাহরণ হিসেবে গড়ে তোলার কাজ আমরা শুরু করেছি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির অঞ্চল তত্ত্বাবধায়ক হামজা ইবনে মাহবুব। তিনি বলেন, “বাংলাদেশে বিভাজনের রাজনীতি আর চলবে না। পাহাড় ও সমতলের মানুষকে বিভক্ত করে নয়—বরং ঐক্যবদ্ধ করে জনগণের অধিকারের ভিত্তিতে রাজনীতি করতে হবে। এনসিপি সেই ঐক্যের প্ল্যাটফর্ম।”

সভায় বক্তারা জানান, এনসিপি বিশ্বাস করে—রাজনীতিকে গ্রাসরুট পর্যায়ে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন জরুরি। এ লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক কাঠামো পূর্ণাঙ্গ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলার বিভিন্ন উপজেলার সংগঠক, ছাত্র প্রতিনিধিরা, নাগরিক সমাজের বিশিষ্টজন ও এনসিপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষাংশে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্ম একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও বিকল্প নেতৃত্ব খুঁজছে। এনসিপি সেই শূন্যতা পূরণে সক্ষম হবে বলে তাদের বিশ্বাস।

এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়, সামনে স্থানীয় পর্যায়ে গণশুনানি, নাগরিক সম্মেলন ও শিক্ষাবিষয়ক কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ আরও জোরদার করা হবে।

আরো খবর

চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃআজিজুল বারী হেলাল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃ আজিজুল বারী হেলাল
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ