খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: “আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য নারীরা প্রকৃতিকে টিকিয়ে রাখছেন”— এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস।
জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন ও সমতার পথে অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নানা কর্মসূচি পালন করা হয়।
বুধবার ( ১৫ অক্টোবর )সকালে জেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অনুষ্ঠানটি আয়োজন করেন তৃণমূল উন্নয়ন সংস্থা ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড, বাস্তবায়নে ছিল এম্পাওয়ারমেন্ট প্রকল্প। সহযোগিতায় ছিল জিএফএ কনসাল্টিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানি, আর্থিক সহায়তায় সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব ) মোঃ আবু রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, মিলনপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ত্রিনা চাকমাসহ বিভিন্ন নারী নেত্রী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন,“গ্রামীণ নারীর পরিশ্রম, সচেতনতা ও নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ রক্ষা, ভূমির সঠিক ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় নারীর ভূমিকা এখন সময়ের দাবি।”
উৎসবমুখর আয়োজনটি নারীর নেতৃত্ব, পরিবেশ সংরক্ষণ এবং সমতার পথে অগ্রযাত্রার এক অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়ে দেয় সবার মাঝে।