যশোর আজ মঙ্গলবার , ৬ মে ২০২৫ ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে অনূর্ধ্ব-১৫এর মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু

প্রতিবেদক
Jashore Post
মে ৬, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে অনূর্ধ্ব ১৫মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: পাহাড়ি জনপদ খাগড়াছড়ি যেন ফুটবলের নতুন স্বপ্নে বিভোর। জেলার ইতিহাসে এই প্রথমবারের মতো শুরু হয়েছে জেলা পর্যায়ের অনূর্ধ্ব-১৫ কিশোর-কিশোরীদের একমাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ।

জেলা ক্রীড়া সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ ক্যাম্প যেন পাহাড়ি তরুণ-তরুণীদের মধ্যে জাগিয়ে তুলেছে এক নতুন প্রত্যয়।

খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামের সবুজ মাঠে সকাল-সন্ধ্যা চলছে টগবগে কিশোর-কিশোরীদের দৌড়ঝাঁপ, গোল দেওয়ার উল্লাস, আর কোচের কড়া নির্দেশনায় ট্যাকটিক্যাল অনুশীলন। কেবল খেলা শেখানো নয়—এই প্রশিক্ষণে গুরুত্ব পাচ্ছে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, স্বাস্থ্য ও দলীয় চেতনার মতো গুরুত্বপূর্ণ দিকগুলোও।

প্রশিক্ষণে অংশ নিচ্ছে জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্কুলের ৫০ জন কিশোর-কিশোরী। তাদের কারো হাতে এর আগে ফুটবলের ছোঁয়াও লাগেনি, কেউ বা স্কুল টিমে খেলেছে,কিন্তু সবার চোখে মুখে একটাই স্বপ্ন: জাতীয় দলে খেলা।

জেলা ক্রীড়া সংগঠক মোঃ নজরুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, পাহাড়ে অনেক প্রতিভা আছে। শুধু সুযোগ আর সঠিক দিকনির্দেশনা হলেই এদের মধ্য থেকেই বেরিয়ে আসবে ভবিষ্যতের সেরা খেলোয়াড়রা।”

প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা জানান,এই প্রশিক্ষণ হবে একটি রোল মডেল এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে, হয়তো আন্তঃজেলা বা জাতীয় পর্যায়ে খাগড়াছড়ির খেলোয়াড়দের নিয়ে ভাবা যাবে।এই উদ্যোগ থেকে আমরা জাতীয় পর্যায়ের প্রতিভা বের করে আনতে চাই।

জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ জানান,এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শুধু খেলা নয়, শিখানো হচ্ছে শৃঙ্খলা,দলগত মনোভাব এবং স্বাস্থ্য সচেতনতা।

আয়োজকরা জানান,ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও নিয়মিত এবং বিস্তৃত আকারে চালানো হবে”।এই প্রশিক্ষণ জেলার ফুটবলাররা আসুক। তাই আমরা বাছাই করে ৫০জনকে প্রশিক্ষণের সুযোগ দিয়েছি।

সর্বশেষ - সারাদেশ